কলকাতাভিত্তিক অনলাইন গণমাধ্যম ‘এই সময়’-এ প্রকাশিত সাক্ষাৎকার ভুয়া, এআই দিয়ে তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র থেকে ফোনে ইউএনবিকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ দাবি করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাক্ষাৎকারটি সম্পূর্ণ ভুয়া! তারা (এই সময়) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এই মিথ্যা ও বিভ্রান্তিকর রিপোর্ট তৈরি করেছে। সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন মির্জা ফখরুল।সেখানে থেকে প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘কলকাতার এই সময়-এ প্রকাশিত প্রতিবেদনটি সম্পূর্ণ কাল্পনিক।’ বিএনপি মহাসচিব বলেন, ‘প্রতিবেদনে উদ্ধৃত এই ধরনের ‘অযৌক্তিক’ মন্তব্য কোনো রাজনৈতিক নেতা করতে পারেন না। এটা ইচ্ছাকৃত। আমি কোলকাতার এই সময়-এ কোনো সাক্ষাৎকার দেইনি। এমনকি কলকাতাভিত্তিক কোনো গণমাধ্যমের সঙ্গেও আমার কথা...