গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ফায়ার সার্ভিস সদস্য শামীম আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার এক শোকবার্তায় তিনি শামীম আহমেদের আত্মার মাগফেরাত কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি। সেইসঙ্গে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন চার ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় এক তরুণের দ্রুত সুস্থতা কামনাও করেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “ফায়ার ফাইটাররা নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের জীবন বাঁচানোর যে দৃষ্টান্ত তৈরি করেছেন তা অন্যদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে। জাতি তাদের এ অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে।” শামীম আহমেদ সোমবার টঙ্গীর সাহারা মার্কেটে আগুন নেভাতে গিয়ে শতভাগ দগ্ধ হন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে তার মৃত্যু হয়। ওই ঘটনায় এখনো হাসপাতালে চিকিৎসাধীন ফায়ার...