দীর্ঘ ৫০ বছর পর আবারও চাঁদে মানুষ পাঠানোর অভিযান শুরু করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আগামী বছর ফেব্রুয়ারিতেই চাঁদকে ঘিরে ১০ দিনের অভিযানে নভোচারী পাঠানোর আশা করছে নাসা। এর আগে নাসা জানিয়েছিল ২০২৬ সালের এপ্রিল মাসের মধ্যে চাঁদে মানুষ পাঠাবে তারা। তবে সেই অভিযান এখন এগিয়ে আনা হয়েছে বলে নাসা জানিয়েছে। ‘আর্টেমিস ২’ নামের এই অভিযানে চারজন নভোচারীকে চাঁদে পাঠানো হবে এবং সিস্টেম পরীক্ষা করে দেখার জন্য ১০ দিন পর তাদেরকে আবার ফেরত আনা হবে। নাসার ভারপ্রাপ্ত উপ সহযোগী প্রশাসক লাকিসা হকিন্স বলেছেন, কেনেডি স্পেস সেন্টার থেকে পাঁচ ফেব্রুয়ারিতেই অভিযান শুরু করা হতে পারে। তবে আমরা নিরাপত্তার বিষয়টিতেই সবচেয়ে বেশি জোর দিতে চাই। এটি আমাদের শীর্ষ অগ্রাধিকারের বিষয়। ১৯৭২ সালের অ্যাপোলো ১৭ অভিযানের পরে এটিই হবে চাঁদে মানুষ পাঠানোর...