চার দিন আগেই কুমিল্লার শহীদ ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বড় হারের লজ্জা পেতে হয়েছিল মোহামেডানকে। সে ম্যাচে সাদা-কালোয় অভিষেক হয়েছিল ঘানাইয়ান গোল মেশিন স্যামুয়েল বোয়েটাংয়ের। তবে বসুন্ধরার বিপক্ষে চ্যালেঞ্জ কাপের ম্যাচে সুবিধা করতে পারেননি। সেই আক্ষেপ ঘোচাতেই একই মাঠে মঙ্গলবার শুধু হ্যাটট্রিক করেননি বোয়েটাং, পুলিশ এফসির বিপক্ষে দারুণ এক জয় উপহার দিয়েছেন মোহামেডানকে। যে জয়ে ফেডারেশন কাপের বি গ্রুপের শীর্ষে উঠে গেছে গতবারের রানার্স-আপরা। মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতেকে এবার ধরে রাখতে পারেনি মোহামেডান। ঘরের ছেলের শূন্যস্থান পূরণ করতে গত লিগে রহমতগঞ্জের হয়ে সর্বোচ্চ ১৯ গোল করা ঘানাইয়ান স্ট্রাইকার বোয়েটাংকে দলে নেয় লিগ চ্যাম্পিয়নরা। বোয়েটাং নিজেই সে সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেছেন চাপের মুখে বারবার পুলিশের গোলমুখ খুলে। অথচ এ ম্যাচটা জিততে পারত পুলিশও। ম্যাচে দুবার লিড নিয়েছিল তারা। তবে মোহামেডানের সমন্বিত...