অ্যাশেজ মানেই ইংল্যান্ড–অস্ট্রেলিয়ার ক্রিকেটযুদ্ধ। আসন্ন সফরের আগে ইংল্যান্ড তাদের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে, যেখানে বড় খবর বেন স্টোকসের নেতৃত্ব ধরে রাখা এবং হ্যারি ব্রুককে নতুন সহ-অধিনায়ক করা। তবে অভিজ্ঞ ক্রিস ওকসকে পাওয়া যায়নি তালিকায়—চোটের কারণে ছিটকে গেলেন তিনি।স্টোকস বর্তমানে কাঁধের ইনজুরি থেকে সেরে ওঠার লড়াই চালালেও তাকে নিয়ে আস্থা হারায়নি নির্বাচকরা। তার নেতৃত্বেই নামবে ইংল্যান্ড। স্কোয়াডে ফিরেছেন ফাস্ট বোলার মার্ক উড, আর নতুন করে ডাক পেয়েছেন ডারহামের পেসার ম্যাথিউ পটস ও সারের অলরাউন্ডার উইল জ্যাকস।ব্রুকের হাতে অবশ্য নেতৃত্বের বাড়তি দায়িত্ব এসেছে—তিনি শুধু টেস্টে স্টোকসের ডেপুটি নন, নিউজিল্যান্ড সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও থাকছেন অধিনায়ক। আয়ারল্যান্ড সফরের পর এবার বড় মঞ্চে সুযোগ তার নেতৃত্বগুণ যাচাইয়ের।পেস আক্রমণে রয়েছেন জোফরা আর্চার, যিনি ইনজুরি কাটিয়ে ভারতে টেস্টে দারুণ করেন। তার সঙ্গে আছেন ব্রাইডন...