সৌদি আরবের সম্মানিত গ্র্যান্ড মুফতি, ইসলামী বিশ্বের শ্রেষ্ঠ আলেমে দ্বীন, হুজ্জাতুল ইসলাম শায়েখ আব্দুল আযিজ বিন আব্দুল্লাহ আলে আলশায়েখ রহ. মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তার মৃর্ত্যুতে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে।তিনি দীর্ঘ প্রায় ৩৫ বছর আরাফার ময়দানে হাজী সাহেবদের উদ্দেশ্যে হজের খুতবা প্রদান করেছেন। তার খুতবা ছিল কোরআন ও সুন্নাহভিত্তিক, যা মুসলিম উম্মাহর জন্য এক অমূল্য পাথেয় হয়ে থাকবে।তিনি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, সর্বোচ্চ ওলামা বোর্ডের সভাপতি এবং ইসলামী শরীয়াহ, গবেষণা ও ইফতা বোর্ডের প্রধানসহ দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার দায়িত্ব পালন করেছেন।আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী বলেন, হুজ্জাতুল ইসলাম শায়েখ আব্দুল আযিজ বিন আব্দুল্লাহ আলে আলশায়েখ রহ. ছিলেন কোরআন-সুন্নাহর অকৃত্রিম দাঈ ও দালিলিক ফতোয়ার নির্ভরযোগ্য...