দুর্গাপূজায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচ্ছিন্ন ঘটনা নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, রাতে অনেক সময় হামলা করে, অন্ধকারে ঢিল ছুড়ে, আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় আছে। মঙ্গলবার,(২৩ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে চট্টগ্রাম নগরীর গোলপাহাড় মহাশ্মশান কালীমন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার নির্দেশনায় দুর্গাপূজা সুন্দরভাবে সম্পন্ন করার সব প্রস্তুতি নেয়া হয়েছে জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এখন জাতিসংঘে ভাষণ দেয়ার জন্য নিউইয়র্কে আছেন। উনি যাবার সময় আমাকে ডেকে বলে গেছেন- আমার আসতে আসতে তো দশমী হয়ে যাবে, তুমি সতর্ক থাক, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলাপ করে যাতে মানুষ সুন্দরভাবে নির্বিঘ্নে পূজাটা উদ্যাপন করতে পারে, এ ব্যাপারে তোমাকে রাত-দিন পরিশ্রম করতে হবে। প্রধান উপদেষ্টার নির্দেশনা...