প্রায় ৯০ বছর পর উদ্ধার হলো গোপালগঞ্জের মুকসুদপুর থানার বেদখল থাকা সাড়ে ৭ শতাংশ জমি। মঙ্গলবার,(২৩ সেপ্টেম্বর ২০২৫) সকালে উদ্ধার হওয়া জমি বুঝে নেন মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল। এ ব্যাপারে মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল জানান, ১৯১৭ সালে থানার কার্যক্রম শুরুর পর থেকে থানার পাশের একটি পরিত্যক্ত জমিতে স্থানীয় কয়েকটি পরিবার আশ্রয় নেয় এবং সেখানে ব্যবসায়িক দোকানপাট গড়ে তোলে। দীর্ঘদিন ধরে তারা ওই জমি দখল করে রাখে। তিনি বলেন, বিগত কয়েক বছর ধরে বারবার নোটিশ দিয়েও জমি ছাড়াতে পারিনি। তবে সম্প্রতি তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানে আসে। গতকাল সোমবার বিকেলে তারা স্বেচ্ছায় দখল ছাড়ে এবং জমিটি আমাদের বুঝিয়ে দেয়। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন,...