চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন তিন দিন পেছানো হয়েছে। আগামী ১২ অক্টোবরের পরিবর্তে ভোটগ্রহণ হবে ১৫ অক্টোবর (বুধবার)। মঙ্গলবার,(২৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী। এদিকে নির্বাচনের নানা ত্রুটি-বিচ্যুতির কারণে ১৯ জনের প্রার্থিতা স্থগিত করেছে চাকসু নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন। চাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী জানান, ১২ অক্টোবর নির্বাচনের তারিখ নির্ধারিত থাকলেও এর আগে পূজার ছুটির কারণে প্রার্থীরা প্রচারণার জন্য মাত্র পাঁচ কার্যদিবস সময় পেতেন। গত সোমবার প্রার্থী ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ বিষয়ে শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করেন। তিনি আরও বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে...