২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের ভাইভা বোর্ডে এক নারী শিক্ষার্থীর নেকাব না খোলায় ভাইভাতে ফেল করে দেয়ার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে। মঙ্গলবার বিভাগটির ১৫ তম আবর্তনের চূড়ান্ত ভাইবায় ওই নারী শিক্ষার্থীকে ভাইভা বোর্ডে থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বোর্ডের বহিস্থ সদস্য নুরুল কাইয়ুম নেকাব খুলতে বলেন এসময় ওই শিক্ষার্থী অস্বীকৃতি জানালে পরবর্তীতে বোর্ডে থাকা আরেক সদস্য ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মো.ইউসুফ এসময় ওই মেয়েকে ফেল করিয়ে দিবেন বলেও হুমকি দেন। এ ঘটনায় শিক্ষার্থীরা তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা করছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানবীর সুমন লিখেন, আজকে ভাইভা বোর্ড, আমাদের বোনদের নিকাব খুলতে বাধ্য করা...