এশিয়ার ক্রিকেটে একসময় ভারত-পাকিস্তান দ্বৈরথ ছিল সবচেয়ে বড় মহারণ। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই দ্বৈরথে জায়গা করে নিয়েছে বাংলাদেশ-ভারত ম্যাচ। মাঠের খেলায় এখন ভারতকে চোখে চোখ রেখে কথা বলে বাংলাদেশ। বাইশ গজের লড়াই ছড়িয়ে পড়ে গ্যালারিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই দেশের সমর্থকদের মাঝে। এশিয়া কাপে বাংলাদেশ-ভারতের সেই দ্বৈরথ মাঠে গড়াতে যাচ্ছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ আর ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। সরাসরি খেলা দেখা যাবে টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে। অনলাইনে টফি আর ট্যাপম্যাড অ্যাপে। গ্রুপ পর্বের সাদামাটা পারফরম্যান্স ছাপিয়ে সুপার ফোরে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে উন্মোচন করেছে ফাইনালের সম্ভাবনা। এবার ভারতকে হারাতে পারলে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে টাইগারদের এশিয়া কাপের ফাইনাল খেলা। তবে সেটি নিশ্চিতভাবেই...