গুলশান সড়কে কান্নারত অবস্থায় উদ্ধার করা এক শিশুর পরিবারের সন্ধানে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পরিবারের সন্ধানে পথহারা শিশুটির ছবিসহ গণমাধ্যমে প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন,গতকাল সোমবার আনুমানিক সাড়ে ১০টার দিকে গুলশান থানা এলাকা রাত্রিকালীন ডিউটিতে থাকা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই শিশুকে কান্নারত অবস্থায় গুলশান থানায় নিয়ে যায়। এর আগে আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও শিশুটির পরিবারের কাউকে পাওয়া যায়নি। পুলিশ বলছে, শিশুটির গায়ের রঙ ফর্সা এবং উচ্চতা প্রায় ২ ফুট ৬ ইঞ্চি। আনুমানিক শিশুটির বয়স হতে পারে চার বছর। ঘটনার সময় তার পরনে ছিল হলুদ রঙের গেঞ্জি ও কালো-লাল রঙের ট্রাউজার প্যান্ট। পুলিশ, শিশুটির...