বাড়তি দায়িত্ব কাঁধে নিয়ে অস্ট্রেলিয়া সফরে যাবেন হ্যারি ব্রুক। তাকে সহ-অধিনায়ক করে অ্যাশেজ সিরিজের দল সাজিয়েছে ইংল্যান্ড। বিস্ময় উপহার দিয়ে টেস্ট দলে ডাক পেয়েছেন উইল জ্যাকস। চোট কাটিয়ে ফিরেছেন গতিময় পেসার মার্ক উড। আগামী নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির অ্যাশেজ সিরিজের জন্য বেন স্টোকসের নেতৃত্বে মঙ্গলবার ১৬ জনের দল দিয়েছে ইংল্যান্ড। ডেপুটির দায়িত্ব হারালেও জায়গা ধরে রেখেছেন অলি পোপ। গত ১৪ মাসে স্টোকসের অনুপস্থিতিতে ইংল্যান্ডকে পাঁচ টেস্টে নেতৃত্ব দেন পোপ; সবশেষটি জুলাইয়ে ভারতের বিপক্ষে ওভাল টেস্টে। হেডিংলিতে সেঞ্চুরি দিয়ে ভারত সিরিজ শুরু করলেও পরে নিজেকে মেলে ধরতে পারেননি পোপ। ৩৪ গড় নিয়ে পাঁচ টেস্টের সিরিজ শেষ করেন তিনি। ভারতের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে ওই পারফরম্যান্সে একাদশে নড়বড়ে হয়ে পড়েছে পোপের জায়গা। অ্যাশেজে তার জায়গায় জ্যাকব বেথেলকে দেখা যেতে পারে তিন নম্বরে। কাঁধের চোটের কারণে...