চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ইরান কমপক্ষে এক হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে জানিয়েছে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর)। এই সংখ্যা গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ। মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে নারী, আফগান নাগরিক এবং বেলুচ, কুর্দি এবং আরব নাগরিকরাও রয়েছেন। মঙ্গলবার এক বিবৃতিতে আইএইচআর আরও জানিয়েছে, ইরানে শুধু গত সপ্তাহেই অন্তত ৬৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। অর্থাৎ দেশটিতে প্রতিদিন গড়ে ৯ জনেরও বেশি মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে। এত মানুষের মৃত্যুদণ্ড কার্যকরের নিন্দা জানিয়ে সংস্থাটি ইরানি কর্তৃপক্ষতে কারাগারগুলোতে ‘গণহত্যার অভিযান’ চালাচ্ছে বলেও অভিযোগ করেছে। আইএইচআর তথ্যানুসারে, মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে ৫০ শতাংশই মাদক-সম্পর্কিত অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া হত্যার অপরাধে ৪৩ শতাংশ, নিরাপত্তা-সম্পর্কিত অভিযোগ যেমন- এফসাদ-ফিল-আরজ (পৃথিবীতে দুর্নীতি) এবং মোহারেবেহ (ঈশ্বরের বিরুদ্ধে শত্রুতা) জন্য ৩ শতাংশ, ধর্ষণের অপরাধে...