রাজধানীর মিরপুর থেকে ছেলেকে নিয়ে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে এসেছেন রেশমা খাতুন। দুই দিন আগে ডেঙ্গু ধরা পড়ায় দ্রুত চিকিৎসার জন্য এসেছেন। কিন্তু হাসপাতালে শয্যা না পেয়ে ছেলেকে মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে। রোগীতে পূর্ণ হাসপাতালে ভ্যাপসা গরম আর অস্বস্তিকর পরিবেশ রোগীর ভোগান্তি আরও বাড়িয়ে তুলেছে। রেশমা বলেন, ‘ছেলেকে গত রোববার (২১ সেপ্টেম্বর) এখানে ভর্তি করিয়েছি। কিন্তু শয্যা না থাকায় মেঝেতে একটি ম্যাট্রেস বিছিয়ে চিকিৎসা নিতে হচ্ছে। হাসপাতাল থেকে কোনো চাদরও দেওয়া হয়নি। যে বালিশ দিয়েছে, তাতে কাভার নেই। ডেঙ্গু আক্রান্ত হলেও দেওয়া হয়নি মশারি। সবমিলিয়ে এই পরিবেশে রোগী আরও অসুস্থ হয়ে যাবে।’ গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, ওয়ার্ডের বাইরে অনেক রোগী অবস্থান করছেন। এমনকি বারান্দার মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন কেউ কেউ। তাদের মধ্যে অনেকেই ডেঙ্গু আক্রান্ত। মশারি...