প্রিমিয়ার লিগে গত রোববার ম্যানচেস্টার সিটির সঙ্গে ১-১ ড্র ম্যাচের প্রথমার্ধে এই চোট পান মাদুয়েকে। বিরতির পর তাকে আর মাঠে নামাননি আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। লিগ কাপের অভিযানের শুরুতে বুধবার তৃতীয় সারির ক্লাব পোর্ট ভেলের মাঠে খেলবে আর্সেনাল। আগের দিন সংবাদ সম্মেলনে মাদুয়েকের চোটের খবর নিশ্চিত করেন আর্তেতা। “আপাতত মনে হচ্ছে, তাকে কয়েক সপ্তাহ বাইরে থাকতে হবে…আগামী সপ্তাহে আবার তার স্ক্যান করানো হবে। (ম্যানচেস্টার সিটির বিপক্ষে) ম্যাচের শুরুর দিকে সে পায়ে কিছু অনুভব করেছিল, আর বিরতির সময় ব্যথা খুব বেড়ে গিয়েছিল।” “চোটের অবস্থা খুব খারাপ মনে হচ্ছে না। সে খুবই হতাশ, কারণ সে খুব ভালো ছন্দে ছিল। তার পারফরম্যান্সে বেশ ধারাবাহিকতা দেখা যাচ্ছিল এবং (প্রতিপক্ষের জন্য) জন্য ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছিল।” তাকে কতদিন বাইরে থাকতে হবে, ক্লাবের পক্ষ থেকে অবশ্য...