নেত্রকোনার খালিয়াজুরিতে মঙ্গলবার,(২৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে চারটার দিকে কপিল উদ্দিন পীরের আস্তানায় ভাংচুর ও অগ্নিসংযোগ হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে হযরত মুহাম্মদ (সাঃ) কটূক্তি করা হয়েছে এমন অভিযোগে ২০০/২৫০ স্থানীয় আমানীপুর গ্রামের পীর কফিল উদ্দিনের আস্তানায় হামলা করে আগুন ধরিয়ে দেয়। এতে কয়েকটি ঘর পুড়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নেত্রকোণার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। নেত্রকোনার খালিয়াজুরিতে মঙ্গলবার,(২৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে চারটার দিকে কপিল উদ্দিন পীরের আস্তানায় ভাংচুর ও অগ্নিসংযোগ হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক...