ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামানে রেখে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এ সংলাপের প্রথম ধাপে শিক্ষাবিদসহ নাগরিক সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হচ্ছে। এটি হবে এমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশনের প্রথম সংলাপ আয়োজন। ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। নির্বাচন কমিশনের সম্মতির পর আমন্ত্রিতদের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের কাছে আগামী ২৮ সেপ্টেম্বর সংলাপের বিষয়ে অনুমোদন চেয়েছি। সম্ভাব্য এ সময় থেকে সংলাপ শুরু হয়ে ধাপে ধাপে অন্যদেরও আমন্ত্রণ জানানোর বিষয়ে সিদ্ধান্ত দেবে কমিশন।’ এবারের সংলাপে আলোচ্য সূচি কি নির্ধারণ করা হয়েছে- সে বিষয়ে জানানো হয়নি। মঙ্গলবার,(২৩ সেপ্টেম্বর ২০২৫) ইসি সচিব সচিব আখতার আহমেদ সাংবাদিকদের কাছে বলেন, এই সংলাপে পর্যায়ক্রমে অংশীজন হিসেবে সিভিল সোসাইটি,...