জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের মধ্যেই গাজায় ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘ সদর দপ্তরের সামনে তীব্র বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ বিক্ষোভে শত শত প্রবাসী ফিলিস্তিনি, মানবাধিকার কর্মী ও শান্তিকামী মানুষ অংশ নেন।বিক্ষোভকারীরা হাতে ব্যানার, প্ল্যাকার্ড ও পতাকা নিয়ে ইসরাইলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তাদের ব্যানারে লেখা ছিল — “Gaza Will Be Free”, “Fuck Israel”, “Palestine Liberation and Return”। তারা স্লোগান দেন গাজায় যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়ে।জাতিসংঘ সদর দপ্তরের চারপাশে এ সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল এবং ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়। তবে শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ শেষ হয়।সমাবেশে বক্তারা বলেন, গাজায় নিরীহ নারী ও শিশু হত্যার জন্য ইসরাইলকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতে হবে। তারা...