পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা ঘিরে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিক্ষকসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে দেবীগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে দেবীগঞ্জ-সোনাহার আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, বিকেল ৪টায় শুরু হওয়া খেলায় ট্রাইব্রেকারে ৪-২ গোলে জয়লাভ করে নৃপেন্দ্র নারায়ণ বিদ্যালয়। খেলা শেষে বিজয় মিছিলকে কেন্দ্র করে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, সংঘর্ষে লাঠিসোটা, ইট-পাটকেল ব্যবহার করা হয়। উত্তেজিত শিক্ষার্থীরা একে অপরের প্রতিষ্ঠান ভাঙচুর করে। নৃপেন্দ্র নারায়ণ বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নামফলক ও জানালার কাঁচ...