বাংলাদেশের সংগীতাঙ্গনে প্রকাশ পেল নতুন গান ‘কথা রাখলা না’। গানটির গীত রচনা করেছেন গীতিকবি সাইফুল বারী, সুর ও সংগীত করেছেন অনিম খান, আর কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পারভেজ খান। প্রযোজনা করেছে এইচ এম মিউজিক স্টেশন। গানটিতে ম্যান্ডোলিনে সুর তুলেছেন রাজীব ঘোষ, বাঁশিতে সঙ্গ দিয়েছেন সোহাগ আহমেদ। ভিডিও পরিচালনা করেছেন মোবারক হোসেন এবং প্রযোজক হিসেবে আছেন হাসনাত মিলন। গানটি এখন ইউটিউবসহ বিভিন্ন অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে। গীতিকবি সাইফুল বারী বলেন, "গানটির কথাগুলো লিখতে গিয়ে আমি এক ধরনের বেদনা ও আবেগ ধরে রাখতে চেয়েছি। আশা করি শ্রোতারা সেই অনুভূতিটা খুঁজে পাবেন।" সুরকার ও সংগীত পরিচালক অনিম খান বলেন, "এ গানটিতে আধুনিকতার সঙ্গে আবেগী সুরের...