দেশের খেলনা শিল্পে ‘বাংলাদেশ ব্র্যান্ড’ গড়ে তোলার ওপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, রপ্তানির সম্ভাবনাময় এই খাত এখনো আমদানি-নির্ভর। এই শিল্পকে টেকসইভাবে এগিয়ে নিতে বহুমুখীকরণ, উদ্ভাবন এবং প্রযুক্তি গ্রহণ জরুরি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘রপ্তানি বহুমুখীকরণ: খেলনা উৎপাদন শিল্পে উদ্ভাবন ও রপ্তানির সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনায় বক্তারা এসব কথা বলেন। প্যানেল আলোচনায় বক্তারা জানান, প্লাস্টিকভিত্তিক খেলনা শিল্পে সুনির্দিষ্ট নীতিমালার অভাবে উদ্যোক্তারা নানা প্রতিবন্ধকতার মুখে পড়েন। মানসম্মত মোল্ড ও কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্কের কারণে উৎপাদন খরচ বেড়ে যায়, যা ভালো মানের খেলনাকে সাধারণ মানুষের নাগালের বাইরে রাখে। বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাপতি শামীম আহমেদ মূল প্রবন্ধে উল্লেখ করেন, বৈশ্বিক খেলনার বাজার ২০২৩ সালে ১০২ বিলিয়ন ডলার থেকে ২০৩২...