২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম ভাঙারির ব্যবসা করে সংসার চালান মতিবর রহমান। তবে বুইদ্দা নামেই বেশি পরিচিত তিনি। ৬০ বছর বয়সী এই বৃদ্ধ সাক্ষী জুলাই-আগস্ট আন্দোলনের এক বীভৎস ঘটনার। ২০২৪ সালের ৫ আগস্ট তার চোখের সামনে আন্দোলনকারী ছয় তরুণের লাশ পুড়িয়ে ফেলে পুলিশ। সেদিনের সেই ভয়াবহ দৃশ্যের বর্ণনা আজ (মঙ্গলবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেন মতিবর। জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল আজ। এদিন ছয় নম্বর সাক্ষী হিসেবে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মতিবরের জবানবন্দি রেকর্ড করা হয়। ট্রাইব্যুনালের বাকি দুই সদস্য হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও...