২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম কুমিল্লার মনোহরগঞ্জে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা (উপজেলা পর্যায়) ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৩সেপ্টেম্বর) বিকালে মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় লক্ষণপুর নুরুল হক উচ্চ বিদ্যালয় ৩-২ গোলে নাথেরপেটুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় । উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন স্কুল, মাদরাসার শিক্ষার্থীরা এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি।এসময় তিনি বলেন, "সুস্থ দেহে সুস্থ মন থাকে। দেহকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। ভালো খেলোয়াড়রা দেশের সম্মান বয়ে আনে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করাও...