২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে কেন্দ্র করে নানা ষড়যন্ত্র, শর্তারোপ ও বাধা-বিপত্তি সৃষ্টি করা হচ্ছে। বিএনপি হলো সাধারণ মানুষের দল। দেশের অন্তত ৮০ শতাংশ মানুষ এখনও বিএনপিকে ভালোবাসে। তাই গত ১৭ বছরের বহুমুখী দমন-নিপীড়ন সত্ত্বেও বিএনপিকে নিশ্চিহ্ন করা যায়নি। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দেবেন। এজন্য প্রয়োজন জাতীয় ঐক্য ও জনগণের আস্থা। মঙ্গলবার বিকাল ৪টায় দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের রাখালগঞ্জ বাজারে গণসংযোগ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে তিনি। কাইয়ুম চৌধুরী আরও বলেন, নিউইয়র্ক বিমানবন্দরের ঘটনা আবারও প্রমাণ করেছে,...