অগ্নিকাণ্ডসহ যে কোনো দুর্যোগে সবার আগে সাড়া দেন ফায়ার সার্ভিসের সদস্যরা। নিজের জীবন বাজি রেখে রক্ষা করেন অন্যের প্রাণ ও সম্পদ। ঝুঁকিপূর্ণ এ কাজে প্রায়ই ঝড়ে যায় ফায়ার সার্ভিস সদস্যদের প্রাণ। এবার এই তালিকায় যুক্ত হলো- ফায়ার ফাইটার শামীম আহমেদের (৪২) নাম। গাজীপুর টঙ্গীর কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হন তিনি। মঙ্গলবার,(২৩ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) মারা যান শামীম। এ নিয়ে গত ১০ বছরে দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারালেন ফায়ার সার্ভিসের ২৪ জন সদস্য। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, শরীরের শতভাগ পুড়ে যাওয়া শামীমকে আইসিইউতে রাখা হয়েছিল। সেখানেই তিনি মারা গেছেন। এদিকে মৃত শামীমের বড় ভাই রুহুল আমিন জানান, তাদের বাড়ি নেত্রকোণার কেন্দুয়া উপজেলার পিজাহাতী গ্রামে।...