দেশের প্রাচীনতম ও বৃহৎ বামপন্থি দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র চার দিনব্যাপী ত্রয়োদশ কংগ্রেস (জাতীয় সম্মেলন) ভোটাভুটির মধ্য দিয়ে শেষ হয়েছে। কাউন্সিলের সর্বশেষ অধিবেশনে সারাদেশ থেকে আসা প্রতিনিধিদের ভোটে ৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়েছে। আজ নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সভায় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে দায়িত্ব বণ্টন হবে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদগুলোতে নতুন ও অপেক্ষাকৃত তরুণ নেতৃত্ব আসছে বলে জানা গেছে। ‘সমাজ বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করো’ এই স্লোগানকে ধারণ করে গত শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন মিলনায়তনে সিপিবির ত্রয়োদশ কংগ্রেসের উদ্বোধন হয়। এরপর রাজধানীর বিএমএ মিলনায়তনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। সারাদেশ থেকে আসা ৫ শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে কাউন্সিল অধিবেশনে শোক প্রস্তাব, সাধারণ সম্পাদকের রিপোর্ট, রাজনৈতিক প্রস্তাব, গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাব, ক্রেডেনশিয়াল রিপোর্ট, অডিট কমিটির রিপোর্ট ও কন্ট্রোল কমিশনের রিপোর্ট...