রাজধানীর মতিঝিলে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় মতিঝিল থানাধীন সিটি সেন্টারের সামনে মেট্রোরেলের নিচ থেকে তাদের গ্রেপ্তার করে মতিঝিল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- মো. আমজাদ হোসেন বুখারী ( ২২) ও মাহদী হাসান (২২)।রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। মতিঝিল থানার বরাত দিয়ে তিনি বলেন, মতিঝিল থানাধীন সিটি সেন্টারের সামনে মেট্রোরেলের নিচে ৬১৭ নম্বর পিলারের গায়ে আমজাদ ও মাহদীসহ আরও ৭/৮ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠন "হিযবুত তাহরীর, উলাই'য়াহ বাংলাদেশ" এর পোস্টার লাগানোর চেষ্টা করছিলেন। এ সময় তাদের দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২০টি ‘হিযবুত তাহরীর/উলাইয়াহ বাংলাদেশ’ লেখা পোস্টার উদ্ধার করা হয়। তবে...