ঠাকুরগাঁওয়ে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে কয়েলের বক্সে আসা ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে জেলা শহরের ঘোষপাড়ায় অবস্থিত এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিস থেকে এই ইয়াবার চালানটি জব্দ করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে এক ব্যক্তি এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একটি কার্টনে করে কয়েলের প্যাকেটের সঙ্গে ইয়াবা ট্যাবেল ঠাকুরগাঁওয়ে পাঠায়। তবে যার ঠিকানায় পাঠানো হয় তার ফোন নম্বরে একাধিকবার কল দিলেও ফোনটি সুইচ অফ পাওয়া যায়।পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরসালিন তুরাগসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রক অফিসের...