একের পর এক উইকেট হারাতে হারাতে যখন শ্রীলঙ্কার তথৈবচ অবস্থা, তখন হাল ধরলেন কামিন্দু মেন্ডিস। ৮০ রনে ৬ উইকেট পড়ার পর হাল ধরে শ্রীলঙ্কার ইনিংসকে তিনি নিয়ে গেলেন একটা সম্মানজনক পর্যায়ে। শেষ পর্যন্ত এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ১৩৩ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করালো লঙ্কানরা। কামিন্দু মেন্ডিস ৪৪ বলে করেন সর্বোচ্চ ৫০ রান। ৮০ রানে ৬ষ্ঠ উইকেট পড়ার পর দুষ্মন্তে চামিরার সঙ্গে ৪৩ রানের জুটি গড়ে শ্রীলঙ্কার স্কোরকে ১২০ পার করে দেন কামিন্দু। ১২৩ রানের মাথায় তিনি আউট হলে রানের গতি কিছুটা কমে। তবে দুষ্মন্তে চামিরা অপরাজিত ১৭ রান করে লঙ্কানদের স্কোর শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৩৩ রানে নিয়ে যান। সুপার ফোরে দুই দলই নিজেদের প্রথম ম্যাচ হেরেছে। বাংলাদেশের কাছে হেরেছে শ্রীলঙ্কা। পাকিস্তান হেরেছে ভারতের কাছে। সুতরাং আজ হারলেই...