যুক্তরাষ্ট্র ক্রিকেটের (ইউএসএসি) জন্য বড় এক ধাক্কা; তাদের ‘নিষিদ্ধ করেছে’ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, মঙ্গলবার এক ভার্চুয়াল সভার পর আইসিসি বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। তবে বোর্ডের ওপর নিষেধাজ্ঞা আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কার অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের ওপর কোনো ফেলবে না। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞার সুনির্দিষ্ট কারণ এখনও জানানো হয়নি, তবে ইউএসএসিকে ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন’ আয়োজন এবং ‘ব্যাপক’ প্রশাসনিক সংস্কার পরিচালনার জন্য তিন মাস সময় দেওয়া হয়েছিল গত জুলাইয়ে আইসিসির বার্ষিক সাধারণ সভায়। এর দুই মাসের একটু বেশি সময় পরই এলো নিষেধাজ্ঞার খবর। ওই সময় আইসিসি পুনরায় বলেছিল, ইউএসএসি ‘পর্যবেক্ষণে’ থাকবে, যেমনটি ২০২৪ সালের জুলাই থেকে রয়েছে। ইউএসএসিকে সতর্ক করে আইসিসি বলেছিল, সংস্কারের অগ্রগতির ভিত্তিতে যে কোনো পদক্ষেপ নেওয়ার অধিকার তাদের...