বিদেশ গমনেচ্ছু এক তরুণের মামলায় এক নারীকে গ্রেপ্তারের পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বলছে, বিদেশ লোক পাঠানোর ‘প্রলোভন’ ছাড়াও সরকারি কর্মকর্তাদের বড় পদ পাইয়ে দেওয়ার নামে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন তিনি। ঢাকার ইব্রাহিমপুর থেকে মঙ্গলবার বিকালে তাকে গ্রেপ্তার করেছে সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি দল। পুলিশ বলছে, জোসনা খাতুন (৩৫) নামে সেই নারী পল্টনে সুসজ্জিত অফিস ভাড়া নিয়ে প্রতারণা করে আসছিলেন। ইতালিতে লোক পাঠানোর কথা বলে উঠতি তরুণদের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করাই ছিল তার কাজ। তাকে গ্রেপ্তারের পর সিআইডি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘চক্রের জাল বিছিয়ে’ প্রতারণা করে আসছিলেন তিনি। সরকারি কর্মকর্তাদের শত কোটি টাকায় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ‘চেয়ারম্যান’ বানিয়ে দেওয়ারও কথা বলতেন। চক্রটির এক সদস্যকে গ্রেপ্তারের পর তার সূত্র ধরে জোসনা বেগমকে গ্রেপ্তারের কথা বলছে পুলিশ। চক্রটির বিরুদ্ধে...