বার্সেলোনার ‘বি’ দলকে কোচিং করানোর সময় থেকে পেপ গুয়ার্দিওলার চাওয়া একটাই- মাঠে নিজেদের উজাড় করে দিক ফুটবলাররা। নানা কারণে গত মৌসুমের বিভিন্ন সময়ে সেটা করতে পারেননি ম্যানচেস্টার সিটির খেলোয়াড়রা। সেই সমস্যা রয়ে গেছে এখনও, যার সমাধান খুঁজছেন স্প্যানিশ কোচ। ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম পাঁচ ম্যাচে কেবল ৭ পয়েন্ট পেয়েছে সিটি। জয় ও পরাজয় দুটি করে, সবশেষ ম্যাচ ড্র। গত মৌসুম ভীষণ বাজে কাটে সিটির, জিততে পারেনি কোনো বড় ট্রফি। এবার আন্তর্জাতিক বিরতির আগে হারে টানা দুই ম্যাচে। তবে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ তিন ম্যাচে অপরাজিত আছে গুয়ার্দিওলার দল। লিগ কাপে বুধবার হাডার্সফিল্ডের বিপক্ষে খেলবে সিটি। আগের দিন মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গুয়ার্দিওলা বললেন, এখনও দলকে পথে ফেরানার উপায় খুঁজছেন তিনি। “বার্সেলোনার দ্বিতীয় দলের হয়ে কোচিংয়ে শুরুর সময় থেকে এখন পর্যন্ত...