প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে সফররত এনসিপি নেতাদের হেনস্তা ও ডিম নিক্ষেপের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শেখ হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ করেছে ‘দ্য রেড জুলাই’ প্ল্যাটফর্ম। মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ডিম নিক্ষেপের কর্মসূচি পালন করেন প্ল্যাটফর্মটির নেতারা। ‘দ্য রেড জুলাই’ এর সদস্য সচিব মো. সজিব হোসেন বলেন, “আজকে আমরা দেখলাম প্রধান উপদেষ্টার সঙ্গে সফরসঙ্গীদের ডিম মেরে লাঞ্ছিত করা হল। প্রধান উপদেষ্টার সঙ্গে সফর সঙ্গী হয়েও যদি তারা নিরাপত্তার অভাবে থাকেন, তাহলে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করবেন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।” প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গিয়ে বিমানবন্দরে আওয়ামী লীগের নেতাকর্মীদের হেনস্তার শিকার হয়েছেন বিএনপি ও এনসিপির নেতারা। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ঘিরে ইউনূসবিরোধী স্লোগান...