জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে যেয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর ভাষণ শুরু করার ঠিক আগে হঠাৎ টেলিপ্রম্পটার বিকল হয়ে যায় ফলে ট্রাম্পকে নিজের নোট দেখে বক্তৃতা দিতে হয়। এছাড়া আরও এক অস্বস্তিকর ঘটনায় পড়েন তিনি ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। সাধারণ পরিষদের সভাস্থলে প্রবেশের সময় তাঁদের বহনকারী এস্কেলেটর হঠাৎ মাঝপথে বন্ধ হয়ে যায়। ট্রাম্প পরে বক্তব্যে এ ঘটনাগুলোকে হাস্যরসের ছলে উল্লেখ করলেও পরিস্থিতি সামাল দিতে গিয়ে একপ্রকার ক্ষোভ প্রকাশ করেন। ভাষণের সময় ট্রাম্প বলেন, জাতিসংঘ থেকে আমি দুটি জিনিস পেয়েছি। একটি ভাঙা এস্কেলেটর আর একটি খারাপ টেলিপ্রম্পটার। তিনি আরও বলেন, যদি ফার্স্ট লেডি সুস্থ অবস্থায় না থাকতেন...