রিয়াল মাদ্রিদের একসময়কার সবচেয়ে প্রতিশ্রুতিশীল তারকা, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। তবে সান্তিয়াগো বার্নাব্যুর অন্দরমহলে এখন তার ভবিষ্যৎ ঘিরে তৈরি হয়েছে এক অদ্ভুত অচলাবস্থা। ক্লাব কিংবা খেলোয়াড়—দু’পক্ষই নিজেদের অবস্থানে অনড়। আর সেই অবস্থানেই যেন ভেসে উঠছে বিচ্ছেদের ইঙ্গিত।খ্যাতনামা সাংবাদিক হোসে পেদ্রেরোল সম্প্রতি ‘এল চিরিংগিতো’ অনুষ্ঠানে জানিয়েছেন, ‘ভিনিসিয়ুস যদি ক্লাবের শর্ত মানে, তবে থাকবে। নাহলে চলে যাবে।’ বোর্ডের পক্ষ থেকে পরিষ্কার বার্তা—অতিরিক্ত দাবি মেনে নেওয়ার কোনো প্রশ্নই নেই। এমনকি ২০২৭ সালের জুনে বিনা মূল্যে তাকে বিদায় জানাতেও আপত্তি নেই রিয়াল মাদ্রিদের।ফ্লোরেন্তিনো পেরেজ নেতৃত্বাধীন বোর্ড মনে করছে, ২০১৭ সালে প্রায় ৪৫ মিলিয়ন ইউরো দিয়ে ভিনিসিয়ুসকে দলে নেওয়ার পর ক্লাব ইতোমধ্যেই যথেষ্ট মূল্য আদায় করে নিয়েছে। সাত মৌসুমে তিনি হয়ে উঠেছেন রিয়ালের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা ব্রাজিলিয়ান, পাশাপাশি দুইবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে সবচেয়ে...