নেত্রকোনায় তাঈম তালুকদার তনয় (১৭) নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে জখম করা হয়েছে। তিনি নেত্রকোনার বারহাট্টা উপজেলার এক বিএনপি নেতার ছেলে। মঙ্গলবার দুপুরে জেলা শহরের কুরপাড় এলাকার অবস্থিত আবু আব্বাস কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরে রক্তাক্ত অবস্থায় তনয়কে উদ্ধার করে প্রথমে নেত্রকোনা সদর হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তনয় আবু আব্বাস কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তনয় বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন বিএনপির সভাপতি নয়ন তালুকদারের ছেলে। তিনি জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় থেকে পড়াশোনা করেন। তনয়ের সহপাঠী ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে কলেজের দ্বাদশ শ্রেণির কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে তনয়ের নানা বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়। এতে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার দুপুরের দিকে ১০-১২ জন সহযোগী নিয়ে তনয়ের ওপর হামলা চালায় ও পেটে...