২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১১ পিএম ফের একবার ভারত-পাকিস্তান যুদ্ধ বন্ধের কৃতিত্ব দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু ভারত-পাকিস্তান যুদ্ধই নয়, মোট সাত-সাতটি যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করছেন তিনি। সেই সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গেলে মোটা অঙ্কের শুল্ক চাপানো হবে বলে রাশিয়াকেও হুমকি দিয়েছেন। ট্রাম্পের ওই হুমকির প্রেক্ষিতে এখনও ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পরে মঙ্গলবারই (২৩ সেপ্টেম্বর) প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ সভায় ভাষণ দেন ট্রাম্প। আর ওই ভাষণ দিতে গিয়ে নিজেকে গোটা বিশ্বের পরিত্রাতা হিসাবে তুলে ধরেন তিনি। নিজেকে বিশ্বগুরু হিসাবে তুলে ধরে তিনি বলেন ‘আমি সাত মাস হল মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়েছি। আর সাত মাসে সাতটি যুদ্ধ বন্ধ করেছি। তার মধ্যে রয়েছে কম্বোডিয়া-থাইল্যান্ড,...