২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ পিএম রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ পূর্ব প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে চলছে আন্তর্জাতিক ইসলামী বইমেলা-২০২৫। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এবং মুসান্নিফ গ্রুপের স্পন্সরে আয়োজিত এবারের মেলা দেশি-বিদেশি প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণে পেয়েছে নতুন মাত্রা। মেলা শুরু হয়েছে ১৩ সেপ্টেম্বর শনিবার থেকে। চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। এ মেলার উদ্বোধন করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন। আয়োজক সূত্র জানিয়েছে, এবার মেলায় ১৫০টি স্টল রয়েছে। এতে ইসলামিক ফাউন্ডেশন, দেশের স্বনামধন্য ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান ছাড়াও মিশর, লেবানন ও পাকিস্তানের প্রকাশনা প্রতিষ্ঠানও অংশ নিয়েছে। ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বইমেলা আরো সমৃদ্ধ হয়ে উঠেছে। কুরআন-হাদিসের গ্রন্থ, ইসলামি গবেষণা, সমকালীন চিন্তাধারা, শিশুদের ইসলামি বই, সাহিত্য ও ইতিহাস—সব মিলিয়ে বৈচিত্র্যময় সংগ্রহের পসরা সেজেছে এ মেলায়। প্রতিদিনই নতুন...