বাংলাদেশের শেয়ারবাজার দীর্ঘদিন ধরে অস্থিরতা, অনিয়ম ও বিনিয়োগকারীদের চরম আস্থাহীনতায় ভুগছে। ছোট বিনিয়োগকারীরা বারবার ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিদেশি বিনিয়োগকারীরা সরে গেছেন। তবে সাম্প্রতিক সময়ে সরকার ও নিয়ন্ত্রক সংস্থা যে সংস্কার উদ্যোগ নিয়েছে, তা বাজারে বেশ কিছু ইতিবাচক প্রভাব ফেলতে পেরেছে। দীর্ঘদিনের আস্থাহীনতা, অনিয়ম এবং খুচরা বিনিয়োগকারীদের ক্ষতির অভিজ্ঞতার পর সংস্কারের পদক্ষেপগুলো বাজারকে খানিকটা স্থিতিশীল করেছে। সাম্প্রতিক সময়ে ডিএসই এক্স সূচকের উত্থান কিংবা লেনদেনের উত্থানকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন। তবে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে এখনো আস্থাহীনতা কাজ করছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, পুঁজিবাজার কোনো চিরস্থায়ী গ্যারান্টিযুক্ত আয়ের উৎস নয়। ছোট বিনিয়োগকারীরা মনে করেন, বিনিয়োগ করলেই মুনাফা নিশ্চিত, এ বাজারে যে ঝুঁকি আছে তা তারা মানতে চান না। ছোট বিনিয়োগকারীদের আরো ভালোভাবে বোঝাতে ডিএসই ও বিএসইসিকে উদ্যোগ নিতে হবে বলে জানান তিনি।...