মুন্সীগঞ্জ সদরে ১৪ বছর আগে ২০১১ সালে একজনকে হত্যার ঘটনায় ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ডের রায় হয়েছে। একইসাথে হত্যা করে লাশ গুম করার অপরাধে অপর একটি ধারায় প্রত্যেককে দোষী সাব্যস্ত করে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আজ মঙলবার বিকাল ৩ টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক খালেদা ইয়াসমি উর্মি এ রায় ঘোষণা করেন। রায় প্রচারের সময় আসামি আলেয়া বেগম ওরফে আলো বেগম আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়। তবে, অপর ৬ আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পারোয়ানার নির্দেশ দেন আদালত। ওই আদালতের বেঞ্চ সহকারি মো. নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। সাজাপ্রাপ্ত আসামি আলেয়া বেগম (৩৫) সদর উপজেলার চরবেশনাল গ্রামের...