বাংলাদেশ ক্রিকেট দল ইতিমধ্যেই সুপার ফোরের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সরল এক জয় এনে দিয়েছে। যার ফলে আত্মবিশ্বাস বেড়েছে দল ও ভক্ত উভয়েরই। আগামীকাল সন্ধ্যায় সুপার ফোরের আরেক দারুণ ম্যাচে মোকাবেলা হবে ভারতের সঙ্গে যেখানে টাইগারদের সামনে রয়েছে শুধুমাত্র জয় নয়, পুরোদমে আত্মপ্রকাশ করার একটি সুযোগ। এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোর পর্যায়ে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ এবং ভারত বনাম বাংলাদেশ ম্যাচ অনেক দিক থেকে মনোযোগের কেন্দ্রবিন্দু। ভারত সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ব্যবধানহীন জয় তুলে নিয়েছে। বাংলাদেশ সুপার ফোরে শুরু করেছে দুর্দান্তভাবে শ্রীলঙ্কার বিপক্ষে নাটকীয় শেষ ওভারে জয়। জয় পেলে ভারতকে চ্যালেঞ্জ জানিয়ে টাইগাররা নিশ্চয়ই আত্মবিশ্বাসী হবে এবং ভারতকেও ফাইনালের ভাগ্য নিয়ন্ত্রণে রাখা যাবে। নিজেদের ভবিষ্যতের জন্য গতিবেগ তৈরি করার সুযোগ রয়েছে। ভারত বনাম বাংলাদেশ: শক্তি ও দুর্বলতার তুলনামূলক বিশ্লেষণ ব্যাটিং বিভাগ:ওপেনিং...