চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের সময় পেছানো হয়েছে। পরিবর্তিত তারিখ অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে হঠাৎ নির্বাচনের তারিখ পেছোনোর নেপথ্যে ভিন্ন কারণ আছে কি-না সে প্রশ্নও রাখছেন কেউ কেউ। আবার বিষয়টি স্বাভাবিকভাবে দেখছেন অনেকে।আরো পড়ুন:নিরাপদ খাদ্য সরবরাহ করেন যবিপ্রবি শিক্ষার্থী সুজা১০ বিষয়ে শিক্ষার্থীদের মূল্যায়নে অকৃতকার্য ইবি উপাচার্য ১০ বিষয়ে শিক্ষার্থীদের মূল্যায়নে অকৃতকার্য ইবি উপাচার্য এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের আরবি সাহিত্য বিভাগের শিক্ষার্থী নোমান ইবনে মোসলেহ উদ্দিন ফেসবুকে লেখেন, “যেই যুক্তিতে ১২ তারিখের চাকসু নির্বাচন ১৫ তারিখ হলো, সেই যুক্তি তো নির্বাচন কমিশনসহ প্রার্থীরা আগেই জানতেন। তাহলে কেনো এটা একেবারে তফসিলের আগে অথবা পাশ হওয়ার পরপর পেছানো হলো না?” শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম এক...