ফরিদপুর সদর উপজেলায় মাহেন্দ্র স্ট্যান্ডের হামলা চালিয়েছে একদল লোক। এ সময় ১৬টি মাহেন্দ্র ভাঙচুর করা হয়; বাধা দিলে ১০ চালককে মারধর করেন হামলাকারীরা। হামলাকারীরা ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদুর রহমানের পক্ষের লোকজন বলে দাবি মাহেন্দ্র চালকদের। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন এই যুবদল নেতা। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে শহরের ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদুউজ্জামান। আহতদের মধ্যে রাইফুল আলম, মামুন মণ্ডল, সলেমান শেখ ও মোতালেব মল্লিককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এলাকাবাসী ও মাহেন্দ্র চালকরা জানান, শহরের হাজরাতলার মোড় এলাকায় সালথাগামী মাহেন্দ্র স্ট্যান্ড এবং অপরদিকে ভাঙ্গা রাস্তার মোড়ে কানাইপুরগামী মাহেন্দ্রের স্ট্যান্ড। সালথার গাড়ি কানাইপুর স্ট্যান্ড অতিক্রম করার সময় সেখানে...