জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন মানেই নিউইয়র্কে এক ধরনের ভিন্ন আমেজ। বিশ্বের শীর্ষ নেতাদের আসা-যাওয়া, ব্যস্ত কূটনৈতিক আলোচনার ভিড়, সর্বোচ্চ নিরাপত্তার কারণে রাস্তাঘাট প্রায় অচল হয়ে পড়ে। শহরজুড়ে তখন সাধারণ মানুষের পাশাপাশি রাষ্ট্রপ্রধানেরাও আটকে যান যানজটে। এবার সেই অভিজ্ঞতা হলো ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর। এক পুলিশ কর্মকর্তা তাকে ফুটপাতে দাঁড় করিয়ে রাখলেন। কারণ আসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়ির বহর। ঘটনাটি যেভাবে ধরা পড়লো ক্যামেরায়, তাতে রাজনীতির চাপা টানাপড়েনের ভেতরে এক টুকরো হালকা হাসির অবকাশ এনে দিলো। সোমবার ম্যাক্রোঁ যখন ফরাসি প্রতিনিধিদল নিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন তখন তাকে থামিয়ে দেন এক পুলিশ কর্মকর্তা। ওই কর্মকর্তা তাকে বলেন, আমি দুঃখিত প্রেসিডেন্ট। আমি সত্যিই দুঃখিত। এই মুহূর্তে সব থমকে আছে। একটি গাড়ির বহর আসছে। ম্যাক্রোঁ হাসতে হাসতে পুলিশ কর্মকর্তাকে বললেন, যদি...