ফরিদপুরে চাঁদা না পেয়ে মাসুদুর রহমান লিমন নামের এক যুবদল নেতার নেতৃত্বে ১৬টি থ্রি-হুইলার গাড়ি ভাঙচুরের দাবি করেছেন চালকেরা। এ ছাড়া বাধা দেওয়ায় মারধর করা হয়েছে বলে তাঁরা জানান। এ ঘটনায় আহত ৬ চালককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার ভাঙ্গার রাস্তার মোড়-সংলগ্ন এলাকায় মাহিন্দ্রাস্ট্যান্ডে এ ঘটনা ঘটেছে। এই স্ট্যান্ড থেকে জেলা সদরের শিবরামপুর ও ধুলদি এলাকায় যানবাহনগুলো চলাচল করে থাকে। সম্প্রতি এর পাশেই অস্থায়ীভাবে আরেকটি মাহিন্দ্রাস্ট্যান্ড গড়ে উঠেছে। যেখান থেকে সালথায় উপজেলায় চলাচলের ব্যবস্থা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত চালকেরা জানান, জেলা যুবদলের সহসভাপতি মাসুদুর রহমান লিমন মুন্সি স্ট্যান্ড দখলে নেওয়ার চেষ্টা করে আসছেন এবং গাড়িপ্রতি জোরপূর্বক ৫০ টাকা চাঁদা দাবি করে আসছেন। পাশাপাশি যুবদল নেতা লিমনের অধীনে থাকা শাহিন হাওলাদার...