নিউইয়র্ক সফরের আগে প্রধান উপদেষ্টা দুর্গাপূজা বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়েছেন বলেও জানালেন খালিদ হোসেন। এ বিষয়ে তিনি বলেন, ‘ওনি যাওয়ার সময় আমাকে ডেকে বলে গেছেন, আমার আসতে আসেত তো দশমী হয়ে যাবে। ওনি বললেন, তুমি সতর্ক থাকো। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলাপ করে যাতে মানুষ নির্বিঘ্নে পূজাটা উদযাপন করতে পারে, এজন্য রাতদিন পরিশ্রম করতে হবে।’অনুষ্ঠানে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত, গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের সভাপতি দোদুল কুমার দত্ত, সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ বিশু, সহসভাপতি নিকেল দে, লেলিন পাল, যুগ্ম সাধারণ সম্পাদক মুনমুন দত্ত মুন্না, অমলকৃষ্ণ নাথ টুটুল, রুভেল দে, চন্দন মহাজন, মিহির দে এবং এবং মন্দির কমিটির নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হিন্দু ধর্মীয় কল্যাণ...