ওই নারী বলেন, প্রথম স্বামীর সংসারে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতাম। সেই অত্যাচার সহ্য করতে না পেরে বাধ্য হয়ে দ্বিতীয় জনকে বিয়ে করেছি। আমি আর প্রথম স্বামীর সঙ্গে সংসার করব না।সন্তানের গলায় অস্ত্র ধরে মাকে সংঘবদ্ধ ধর্ষণদ্বিতীয় স্বামী দাবি করা ব্যক্তি বলেন, তার সঙ্গে আমার তিন বছরের সম্পর্ক। আমরা দুজনেই স্বেচ্ছায় বিয়ে করেছি এবং এখন এক সঙ্গে থাকতে চাই। কিন্তু আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন তিনি।কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল বলেন, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানায় দীর্ঘক্ষণ তাদের সঙ্গে কথা বলেও কোনো সিদ্ধান্তে আসা যায়নি। পরে ১৫১ ধারায় তাদের আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে তাদের স্বজনদের বিষয়টি জানানো হয়েছে।যশোর আদালতে দায়িত্বরত পুলিশ পরিদর্শক রোকসানা খাতুন বলেন,...