এশিয়া কাপের সুপার ফোরে বুধবার ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ফাইনালে উঠতে হলে এই ম্যাচকে দু’দলের জন্যই গুরুত্বপূর্ণ। ম্যাচের আগে বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন, তার শিষ্যরা চাপে নয়, বরং ম্যাচের চারপাশের উত্তেজনা ও আলোচনাকেই অনুপ্রেরণা হিসেবে নিতে চায়। সিমন্স বলেন, ‘প্রতিটি ম্যাচেই কিছু না কিছু হাইপ থাকে। তবে ভারত যখন প্রতিপক্ষ, তখন সেটা আরও বেড়ে যায়। তারা বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি দল। আমাদের কাজ হলো এই হাইপ উপভোগ করা এবং মাঠে সর্বোচ্চটা দেওয়া।’ গত বছর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হেরে ভুগেছিল বাংলাদেশ। তবে নতুন কোচ ফিল সিমন্স দায়িত্ব নেওয়ার পর দল বদলে ফেলেছে খেলার ধরন। এখন আর উইকেট বাঁচিয়ে খেলার মানসিকতায় নয়, বরং শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেটে জোর দিচ্ছে দল। অধিনায়ক লিটন দাসের নেতৃত্ব ও সিমন্সের পরিকল্পনায়...