ঢাকা:দেশ-জাতির সেবায় তারা দিনরাত ২৪ ঘণ্টা থাকেন সজাগ। যখনই ঘণ্টা বা সাইরেন বাজে, তখনই তারা ছুটে যান দুর্ঘটনাকবলিত স্থানে।নেমে পড়েন অগ্নিনির্বাপণ বা উদ্ধারকাজে। নিজেদের জীবনকে তুচ্ছ করে বাঁচিয়ে আনেন আটকে পড়া লোকজনকে। মৃত্যুর দুয়ার থেকে বেঁচে ফেরা মানুষের মুখে হাসি দেখে তাদের ক্লান্তি উবে যায়। চাকরিজীবনে বছরের পর বছর এমন অমানুষিক খাটুনি খাটলেও তাদের শ্রম-ত্যাগের কথা সবসময় আড়ালেই থেকে যায়। একদিন এভাবেই আড়ালে থেকে তারা চিরতরে হারিয়ে যান। অন্যকে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করা এই বীরেরা হলেন ফায়ার ফাইটাররা। সবশেষ এমনই আত্মোৎসর্গকারী এক ফায়ার ফাইটার শামীম আহমেদ। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের টঙ্গীতে সাহারা মার্কেটের একটি গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণের কাজ করার সময় বিস্ফোরণে প্রায় শতভাগ পুড়ে মারা গেছেন তিনি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর বলছে, স্বাধীনতার পর...